৩১ মার্চ বাদ মাগরিব মাজার সংলগ্ন সড়কে মাজার ও মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন হযরত গেছু দরাজ কল্লা শহীদ (রহঃ) হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম খাদেম আল হোসাইনী।
মাহফিলে বিশেষ বক্তা ছিলেন নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদের খতিব মাওলানা হাফেজ আইয়ুব আলী, মাওলানা শাহ মহিউদ্দীন হামেদী, মাওলানা হাফেজ ইকরাম হোসেন খান, মাওলানা আনিসুর রহমান।
বক্তারা কুরআন-সূন্নাহর আলোকে ইসলাম, নূর নবীজি (দঃ), ওলীগনের বিষয় তুলে ধরেন।
বক্তারা মুসলমানদেরকে নবী-ওলীর আদর্শ মেনে কলেমা তৈয়্যবা এবং নামাজ ও ইসলামের অন্য হুকুম মেনে চলতে মুসল্লীদের তাগিদ দেন।
মাহফিলে মাজার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনোয়ার হোসেন মনা সর্দার, সহ সভাপতি মাসুদুর রহমান খসরু এবং হানিফ উদ্দীন সেলিম, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম শাকিল, অর্থ সম্পাদক আলহাজ্ব আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা চঞ্চল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম লিটন ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষ দিকে, মিলাদ-কিয়াম ও বিশ্ব মুসলিমের কল্যান কামনা করে মুনাজাত করা হয়।
এর আগে ৩০ মার্চ বাদ আসর প্রথম দিনে মাজারে গিলাফ চড়িয়ে কুরআন তেলাওয়াত, মিলাদ- কিয়াম ও মুনাজাত করা হয়। মাজারে বাদ এশা ফাতেহা মাহফিল, মিলাদ শরীফ ও সামা পরিবেশনের মাধ্যমে প্রথম দিন অতিবাহিত হয়।
0 Comments