রাজশাহী জেলা গোয়েন্দা কর্তৃক ভেজাল আখের গুড় সহ আটক ২


 জেবি বাংলা নিউজ ২৪ ডেস্কঃ

পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় রাজশাহীতে অভিযান চালানো হয় একটি কারখানায়।

ওসি ডিবি জনাব মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন, এসআই (নিঃ) মোঃ ইনামুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান অভিযানটি করেছেন।

বাঘা থানাধীন আটঘড়ি দক্ষিনপাড়া (গফুর মেম্বারের পাড়া) গ্রামের ধৃত ১নং আসামী মোঃ রকছেদ আলী, ২নং আসামী মোঃ পিয়ার উদ্দিন ও ৩নং পলাতক আসামী মোঃ আশরাফুলগণ দীর্ঘদিন যাবৎ তাদের নিজ বাড়িতে চিনি, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরী করে আসছে এবং দেশের বিভিন্ন বাজারে বিক্রয় করে বলে স্বীকার করে। 

ধৃত ও পলাতক আসামী ৩। মোঃ আশরাফুল (৩৫), পিতা- মৃত আকছেদ আলী, সাং-আটঘড়ি দক্ষিন পাড়া (গফুর মেম্বারের পাড়া), থানা- বাঘা, জেলা- রাজশাহী সহ অজ্ঞাতনামা ৭/৮ জন এর বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে। 

মামলাটি বর্তমানে আইনি তদন্তাধীন রয়েছে। 

Post a Comment

0 Comments