আওয়ামীলীগ সভাপতি পদ প্রার্থী স্মৃতি ঋণের দায়ে দেউলিয়া হতে যাচ্ছে


ঋণখেলাপির দায়ে নিলামে উঠছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক ও প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী এবং বর্তমান উপজেলা আওয়ামীগের সভাপতি পদ প্রার্থী সৈয়দা খুরশিদা জাহান স্মৃতি ঋণের দায়ে ব্যাংক ও মেসার্স আশরাফ সীড ষ্টোর লিমিটেড দেউলিয়া হতে যাচ্ছে।

 রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য ব্যাংকটি। ১৯ এপ্রিল দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।  
বিজ্ঞপ্তি অনুসারে গত বছরের ৯ জানুয়ারি- ২০২০ইং তারিখ পর্যন্ত মেসার্স আশরাফ সীড ষ্টোর লিমিটেডের কাছে ব্যাংকের মোট পাওনা ৪১ কোটি ২৯ লাখ ৮ হাজার ৪৬৭ টাকা। 

তাই আগামী ২৯ মে-২০২২ তারিখে দুপুর ১২ ঘটিকায় এ নিলাম অনুষ্ঠিত হবে। এ নিয়ে চলতি বছরের এপ্রিল মাসে প্রথম সারির একটি পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে নড়েচড়ে বসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সিদ্ধান্ত নেয় টাকা আদায়ের। আর এর অংশ হিসেবে শেষ পর্যন্ত পাওনা টাকা না পেয়ে নিলাম ডাকতে বাধ্য হয়েছে ব্যাংকটি। অর্থ ঋণ আদালত আইন ২০০৩ ধারা ও ৩৩ ধারা মোতাবেক বিজ্ঞ যুগ্ম জেলা জর্জ ও অর্থ ঋণ প্রথম আদালত জর্জ মোহাম্মদ আবুল কালাম আজাদ ১৯ এপ্রিল-২০২২ ইং তারিখে এ রায় ঘোষণা করেন। যাহার অর্থ ডিগ্রীজারি মোকদ্দমা নং-২৪/২০২০, মূল অর্থ ঋণ মোকদ্দমা নং- ২৬৬/২০১৮। 

এ প্রসঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিলাম ডাকার আগে পাওনা আদায়ে সব ধরনের পদক্ষেপ নেয়। এক্ষেত্রে চূড়ান্ত তাগাদা ও উকিল নোটিশসহ যা যা করার সবই করেছে। কিন্তু তারা টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত বন্ধকি সম্পত্তি ৩ একর ৬৭ শতাংশ নিলাম করে টাকা আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে।  
এবিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুন্দরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: নাজিম মাহমুদ বলেন, আশরাফ আলী সীড স্টোর লিমিটেড ঋণখেলাপি হওয়ায় আদালত কর্তৃক নিলাম আদেশ জারি করা হয়েছে এবং পাওনা আদায়ের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments