নারায়ণগঞ্জে ২৩ দিনেও স্কুলছাত্রের খোঁজ মেলেনি, স্বজনেরা উদ্বিগ্ন


 মায়ের সঙ্গে অভিমান করে গত ১৫ মার্চ দশম শ্রেণির স্কুলছাত্র রিয়াসাদ রাইয়ান (১৫) বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এর পর থেকে রিয়াসাদের পরিবার তার খোঁজ পায়নি। এ ঘটনায় রিয়াসাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। কিন্তু ২৩ দিনেও তার কোনো সন্ধান মেলেনি।

রিয়াসাদ রাইয়ান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকার তানজিম মোহাম্মদের ছেলে। সে বন্দরের বিএম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। রিয়াসাদের বাবা তানজিম মোহাম্মদ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার নারায়ণগঞ্জের এজেন্ট।



তানজিম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে রিয়াসাদ খুব ভালো ছাত্র। সে পঞ্চম শ্রেণির কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিল। তবে সম্প্রতি সে পরীক্ষায় খারাপ ফল করেছিল। এ নিয়ে রিয়াসাদের সঙ্গে তার মা রাগারাগি করেন এবং ভালো করে পড়াশোনা করার জন্য চাপ দেন। এ ঘটনায় রিয়াসাদ অভিমান করে গত ১৫ মার্চ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


তানজিম মোহাম্মদ বলেন, আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করা হলেও ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন ছেলেকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। দ্রুত তাকে বাড়ি ফিরে আসার জন্য আহ্বান জানান তিনি।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, স্কুলছাত্র রিয়াসাদ নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এ ঘটনায় দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments