প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ডিসির কাছে ফজর আলী চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ


 স্টাফ রিপোর্টারঃ


নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়ন ভূমিহীন অসহায় জনগণের পাকা ঘর নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভূমিহীনরা। ইউপি চেয়ারম্যান ফজর আলীর বিরুদ্ধে দেড় লক্ষ টাকা চাঁদাদাবী সহ অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাসহ দ্রুত তাকে বহিস্কার করার জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে ২৭ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনসহ প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন। 

লিখিত অভিযোগে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বর্ষে সরকারের দেয়া উপহার পাকাঘর নিয়ে গোগনগর ইউনিয়নে চরম অনিয়ম ও দুর্নীতির কারণে উপহার থেকে বঞ্চিত হয়েছে বেশ কয়েকজন। বিগত ২০১৬ সালে সারাদেশের ন্যায় গোগনগর ইউনিয়নেও ভূমিহীনদের আধাপাকা বাড়ির জন্য তালিকা করা হয়। তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ এর তত্ত্বাবধানে ৯১ জনের একটি তালিকা করা হয়। পরবর্তীতে ২০২০ সালের সে তালিকা থেকে যাচাই বাছাই করে তৎকালীন উপজেলা নির্বাহী কমর্কতা নাহিদা বারিক ৪৩ জনের একটি তালিকা করেন। ২০২১ সালে সেই তালিকা থেকে যাচাই বাছাই করে ইউএনও আরিফা জোহুরা ৩৪ জনের চূড়ান্ত তালিকা করে ‘ক’ শ্রেণির ভূমিহীন তালিকা প্রস্তুত করেন। এ বছর ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যখন কাঙ্খিত উপহার দিচ্ছিলেন তখন গোগনগর ইউপির সবাই হতবিহ্বল হয়ে ওঠে এবং দুর্নীতি স্পষ্ট হয়ে যায়। এ সকল ঘর উপহার দেওয়ার কিছুদিন পূর্বে ভুক্তভুগিদের গোগনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ফরজ আলী সকলকে ডেকে প্রায় দেড় লক্ষ টাকা চাঁদা দাবী করে কিন্তু অসহায় গরীব মানুষগুলো এতো টাকা কোথায় পাবে? যার ফলশ্রুতিতে ভুক্তভোগীরা সুবিধা বঞ্চিত হয়। দুর্নীতির এই চরম অবস্থা থেকে চেয়ারম্যান ফজর আলী সহ সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহযোগিতা প্রত্যাশা করেন ৩৪ জন ভুক্তভুগী।

Post a Comment

0 Comments