গাইবান্ধা সুন্দরগঞ্জে ১৫টি ইউনিয়নের যত্ন প্রকল্পের টাকা বিতরণ


 ফরহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ


গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় উপজেলার ১৫ টি ইউনিয়নের অতিদরিদ্র মায়েদেরকে নগত অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার অডিটোরিয়াম হল রুমে ইতিপূর্বে যারা টাকা তুলতে পারেনি(বকেয়া) অবশিষ্ট এক হাজার ৬৩ জন উপকারভোগী মা'দেরকে  ৫৪লক্ষ ১৩ হাজার ৩'শত টাকা বিতরণ করা হয়।

এসময়, উপস্থিত ছিলেন,বিপিও যত্ন প্রকল্পের পরিদর্শক মোঃ সানোয়ার ইসলাম, যত্ন প্রকল্পের সুপারভাইজার- সৈয়দ সামস সহ প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Post a Comment

0 Comments