সুন্দরগঞ্জে সামাজিক বনায়ন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ.... মোহাম্মদ আল- মারুফ


 ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সামাজিক বন বিভাগ এর কর্মসূচির আওতায় সামাজিক বনায়ন উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ২৭ই এপ্রিল বধুবার দুপুর ১১.০০ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল -মারুফের সভাপতিত্বে আলোচনা সভা ও উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা বনায়ন কর্মকর্তা খন্দকার মেহেদী হাছানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু,উপজেলা সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু প্রমূখ। পরে তারাপুর, বেলকা ও সর্বানন্দ সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মোট ৪৬ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশের  ৬ লাখ ৮১ হাজার ৬৯০ টাকার চেক বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল -মারুফ বলেন, ‘দেশের প্রকৃতি ও পরিবেশ স্বাভাবিক রেখে দেশকে প্রাণীকুলের বাসযোগ্য রাখতে প্রাকৃতিক বনাঞ্চলের সংরক্ষণ ও উন্নয়ন করতে হবে। পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করতে হবে। বৃক্ষ অমূল্য সম্পদ। জীবন-জীবিকা ও পরিবেশের জন্য বৃক্ষ অপরিহার্য। 

তিনি আরও বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণের মাধ্যমে বৃক্ষ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে শুধু দেশ নয় পৃথিবীকে বাসযোগ্য করে রাখছে। প্রাণীকুল বস্তুত উদ্ভিদরাজির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। জানা গেছে, সামাজিক বনায়ন কার্যক্রম দেশে দারিদ্র্য বিমোচনে ও প্রান্তিক এলাকার দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

Post a Comment

0 Comments