যশোরে একদিনে একই আদালতে ২৮ মামলার রায় ঘোষণা


 যশোরে একদিনে একই আদালতে ২৮ মামলার রায় ঘোষণাযশোরে একদিনে ২৮ মামলার রায় ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার যুগ্ম দায়রা জজ শিমুল বিশ্বাস এ রায় ঘোষণা করেন। ২৮ মামলার মধ্যে ১৯ টিতে ২৩ জনকে সাজা ও অপর নয়টি মামলায় নয়জনকে খালাস প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে একজনকে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।  বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি লতিফা ইয়াসমিন ও ভীম সেন দাস।


 


আদালতের বেঞ্জ সহকারী এমএ কাইয়ুম জানান, ২৮ টি মামলার মধ্যে ১৪ টি এনআই অ্যাক্ট, ১০ টি বিশেষ ক্ষমতা আইনের এবং অপর চারটি মাদক মামলার রায় প্রদান করা হয়। এরমধ্যে ১৯টি মামলায় ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। ১০ টি মামলায় ১৪ জনকে এক বছরের সাজা প্রদান করে বিভিন্ন শর্তে প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া, বাকি নয়টি মামলায় আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক আসামি শহিদুল ইসলাম শহিদকে সাত বছরের সাজা প্রদান করা হয়েছে। শহিদ বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মৃত মানিক মোড়লের  ছেলে। তিনি ২০০৮ সালের পহেলা জুন যশোর শহরের চাঁচড়া রায়পাড়া থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক হন। আসামিরা সবাই পলাতক রয়েছে। আদালত তাদের বিরুদ্ধে সাজা প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বাকি নয়টি মামলায় নয় আসামিকে খালাস দিয়েছে আদালত।

Post a Comment

0 Comments