নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় ২০০১ ব্যাচ এর ছাত্রদের সম্মিলিত অংশগ্রহণে আবারও প্রতিবারের ন্যায় ৩০ টা সুবিধা বঞ্চিত অসহায় পরিবার চিহ্নিত করে ঈদ উপহার নিয়ে পাশে দাড়িয়েছে এই গ্রুপের বন্ধুরা।
করোনা কালিন সময়েও তাদের বেশ কয়েকবার অসহায় পরিবারের পাশে এসে মানবিক অংশগ্রহণ প্রশংসার দাবি রেখেছে।
তাদের উপহার পাওয়া দ্বীন ইসলাম নামে একজন ভ্যান চালককে তার অনুভূতি সম্পর্কে জানতে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, অতীতেও করোনার সময় যখন আমার ঘরে খবার ছিলোনা এই বাবা রা আমাকে খাদ্য দিয়ে ঔষধ দিয়ে সাহায্য করেছে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের এমন মহৎ কাজ কাজকে কবুল করেন।
আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের অন্যতম সংগঠক মাহমুদুল হাসান ইমনের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন যে, এমন মহৎ কাজের অংশীদার আমরা বন্ধুরা সবাই।তাদের নিজ নিজ উদ্যোগে মানুষের পাশে এসে দাড়ানোর মানসিকতাই আমাদের অনুপ্রেরণা।
আরেক অন্যতম সংগঠক সালেহীন আরমান আমাদের জানান যে, আমদের নিজ অর্থায়নে আমরা সততার সাথে চিহ্নিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিতে পেরেছি বলে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা দোয়া চাই যেন সামনেও যেন আরোও ভালো ভালো কাজ এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।
সার্বিক সহযোগিতায় ছিলেন, রাশেদ,ইমন,আরমান,প্রনবেশ,আল রাসেল,রফিক,মাহবুব সবুজ,রিফাত সজীব সহ আরোও অনেকে।
এই মহৎ কাজটি পরিচালনায় ছিলেন রাকিব আল হাসান এবং হুমায়ুন রশীদ শিশির।
0 Comments