রাজশাহী জেলার পবা উপজেলা তে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা


 নয়ন ঘোষ


অদ‌্য ২৭ এ‌প্রিল ২০২২ খ্রি. তা‌রি‌খে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী ম‌হোদয় এঁর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মাসুম আলী এঁর ‌নেতৃ‌ত্বে রাজশাহী জেলার পবা উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। উক্ত অ‌ভিযা‌নে ০৪টি প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের জন্য প্রশাস‌নিক ব্যবস্থায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় জ‌রিমানা ও সতর্ক করা হয়। তদারকিকালে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ মেনে চলতে নির্দেশনা দেয়া হয়। অ‌ভিযা‌নে সহায়তা প্রদান ক‌রেন পবা উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক। উক্ত অভিযা‌নে পবা উপ‌জেলাধীন কর্ণহার মে‌ট্রো থানা পু‌লি‌শের এক‌টি চৌকশ টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।

Post a Comment

0 Comments