"পুলিশ হবে জনগণের প্রথম ভরসাস্থল’-এ মূলমন্ত্রকে সামনে রেখে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সুদক্ষ পুলিশের প্রয়োজনীয়তা অনস্বীকার্য । এ মূলমন্ত্রকে সামনে রেখে ঢাকা রেঞ্জ কার্যালয়ে শুরু হয়েছে সার্কেল অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার/ সহকারী পুলিশ সুপার) দের ০১(এক) দিন মেয়াদী "The Excellence in Skill Development Course"। ঢাকা রেঞ্জের অধীন সকল সার্কেল অফিসারদের এ ট্রেনিং এর আওতায় আনা হবে। এরই ধারাবাহিকতায় প্রথম সেশনে ঢাকা রেঞ্জের ১১ জন সার্কেল অফিসার আজ এ কোর্সে অংশগ্রহণ করেন।
ঢাকা রেঞ্জ কর্তৃক গৃহীত বিভিন্ন ইনোভেশন ও বেস্ট প্রাক্টিস, রেঞ্জ মনিটরিং সেলের কার্যক্রম, মামলা তদন্ত তদারকি,অভিযোগ ও বিভিন্ন মামলা তদন্ত তদারকি সহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে একজন সার্কেল অফিসারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক প্রশিক্ষণ প্রদান করা হয়।
ঢাকা রেঞ্জের সন্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম-বার পিপিএম বার মহোদয় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করেন
0 Comments