"নতুন প্রজন্মের নতুন দিনে, এগিয়ে এসো আলোর সন্ধানে " এই স্লোগান সামনে নিয়ে মানবসেবার কাজ করে যাচ্ছে, এসো আলোর সন্ধানে সংগঠনের সদস্য বৃন্দ।
টানা ৫ দিন ব্যাপী ইফতার বিতরনের পর আজ বিদ্যানিকেতন হাই স্কুলের মাঠে গরিব সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসো আলোর সন্ধানে, অরাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ নবী হোসেন , শিক্ষক গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল মহোদয়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম কুমার সাহা, প্রধান শিক্ষক - বিদ্যানিকেনত হাই স্কুল।
এসময় আরো উপস্থিত ছিলেন, এসো আলোর সন্ধানে সংগঠনের উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন,জনাব কামরুজ্জামান রনি- শিক্ষক নিউক্লিয়াস স্কুল, জনাব এম এ সুবাহান , জনাব সালমা রুমা,শিক্ষক বিদ্যানিকেতন হাই স্কুল, জনাব কামরুন নাহার কাকলী,শিক্ষক- বিদ্যানিকেতন হাই স্কুল, জনাব আমির খান সাব্বির, ভাই- চেযারম্যান ফারহানা আক্তার রুকু, সংগঠনের সাধারন সম্পাদক জোহুরা আক্তার জেমী, দপ্তর সম্পাদক জনা মোঃ জনি খান, প্রচার সম্পাদক সৌরভ সাহা, কার্যকরী সদস্য , জনাব ইসতিয়াক আহমদ নিরব, জনাব মেহরাব আহমেদ নাইম, জনাব তোড়া মিত্র প্রমূখ।
এসো আলোর সন্ধানে সংগঠনের সকল সদস্য ও উপদেষ্টাদের সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রধান অতিথি জনাব উত্তম কুমার সাহা বলেন, নিসন্দেহে এটি একটি ভালো কাজ, আমি এসো আলোর সন্ধানে সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করি। এসো আলোর সন্ধানে সংগঠনের প্রতিষ্ঠাতা মো নবী হোসেন আমার ছাত্র। আমি ওর শিক্ষক হিসেবে গর্ববোধ করি। আমি দেখেছি ছোট বেলা থেকেই নবী হোসেনের মানবসেবার প্রতি আগ্রহ ছিলো, তার আগ্রহে আজ মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করছে,এটা সবাই পারে না। আমি ব্যক্তিগত ভাবে এবং স্কুলের পক্ষকে যেকোন সময় আমাকে যেকোন প্রয়োজনে ডাকা হবে আমি সহযোগীতা করব।
সংগঠনের চেয়ারম্যান নবী হোসেন বলেন, অনেক চলপনা কলপনার পরে আমাদের আজকের এই সফলতা হতে যাচ্ছো। জানিনা কতটুকু আপনাদের দিতে পারব,তবে দোযা করবেন সব সময় যেন আপনাদের পাশে এভাবেই দাড়াতে পারি, যখনই মানুষ সমস্যা পরবে, তখনই যেন প্রথমে মনে আসে এসো আলোর সান্ধানে সংগঠনের নাম।এভাবেই সকলের মাঝে থাকতে চাই।
সকলের সহযোগিতা পেলে সেবা মুলক কাজের ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে বক্তারা বলেন।
২০১৫ সালের জুলাই মাসের ৬ তারিখ এই সেবামুলক সংগঠনের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে।
0 Comments