রাজশাহীর পবাতে লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ



জাকির হোসেন, (রাজশাহী প্রতিনিধি): রাজশাহীর পবা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন এলাকা হিসেবে ঘোষণা করা হলেও হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তির শিকার উপজেলাবাসী। শতভাগ বিদ্যুতায়ন এলাকা হলেও বর্তমানে হচ্ছে না নিয়মিত বিদ্যুৎ সরবরাহ।

তাই ঘনঘন লোডশেডিং, আবার বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলার বাসিন্দাদের। বিশেষ করে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় আরাধনার মাস পবিত্র মাহে রমজানে লোডশেডিংয়ে এই তীব্র গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে তারাবীর নামাজ পড়েছেন সকল মুসল্লিরা। বিদ্যুতের এমন আসা-যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।
উপজেলাবাসীর অভিযোগ, রমজান মাসের শুরু থেকেই বিশেষ করে ইফতার, তারাবিহ নামাজ ও সাহরির সময় লোডশেডিং দেখা দেয়। যার ফলে তীব্র গরমের মধ্যে নামাজ আদায় করতে হচ্ছে।

উল্লেখ্য যে, রাজশাহীর বৃহত্তম বিল হিসেবে পরিচিত বড় বিল, এই বিলে আবাদিজমি প্রায় জমিতে বোরো ধান চাষআবাদ করা হয়। নিয়মিত লোডশেডিংয়ে ফসলের মাঠে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। এতে কৃষকের মাঝে আতংক বিরাজ করছে।

এ জন্য বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন গ্রাহকরা। তাই দ্রুত সকল সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান গ্রাহকরা।

এ বিষয়ে বিদ্যুৎ কর্মকর্তারা বলেন , "যে কারণে লোডশেডিং হচ্ছে তা সনাক্ত করে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করা হবে।"

Post a Comment

0 Comments