নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদসদস্য শামীম ওসমান এর একমাত্র পুত্র অয়ন ওসমান এর ফেসবুক পেজ এ ইস্টাটাস নারায়ণগঞ্জ এ মন্ত্রী মহোদয় আসলো, তার পিছনে বি,এন,পির লোকজন এবং চিহ্নিত ফেন্সিডিলখোরদের দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। এই অপমানের মানে কি? মেয়রের কাছে প্রশ্ন আমাদের মন্ত্রীদের এভাবে অপমান করার মানে কি? এই ইস্টাটাস দেওয়ার পর ওই যুবলীগ নেতা শান্ত ক্ষোভ প্রকাশ করেই ফেসবুক ইস্টাটাস দিয়েছেন তা হবুহু তুলে দেওয়া হলো।
নারায়ণগঞ্জের বন্দরে একটি স্কুল
ভবনের উদ্বোধন করতে এসেছিলেন গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর আমন্ত্রণে তিনি নারায়ণগঞ্জে আসেন
এবং স্কুল ভবন উদ্বোধন করেন। সেই সাথে
নারায়ণগঞ্জের চারুকলা ইনস্টিটিউটের ছাত্রাবাস
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। বৃহস্পতিবার
(৩১ মার্চ) দিনব্যাপী নারায়ণগঞ্জে অবস্থান করেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
হােসেন। সেই অনুষ্ঠানে মহানগর সেচ্ছাসেবক এর সভাপতি আবুল কাউসার আশা চলমান পদে থাকার পরেও মঞ্চে স্থান পায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুবলীগ নেতা শান্ত খান।
সন্মানিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মহোদয় ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সাহেব আপনাদের বেশির ভাগ সভা অনুষ্ঠানে দেখা যায় নারায়ণগঞ্জের প্রকৃত আওয়ামীলীগ ও হাইব্রিড আওয়ামীলীগ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করতে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষন করে বলছি-
আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ার অনুষ্ঠানে কার আমন্ত্রনে বি.এন.পির সাবেক সংসদ পুত্র ও নাঃগঞ্জ সেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা চলমান পদে থাকার পরেও মঞ্চে স্থান পায়?
কার ছত্র-ছায়ায় সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত এই সন্ত্রাসী তার দলবল সহ মিছিল করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার দুঃসাহস দেখায়?
আর উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে থাকা সিটি মেয়র
আইভীই বা কি কারনে এবং কিসের লাভের আশায় এই একাধিক মামলার আসামীকে নিজের পাশে দাড়ানোর সুযোগ করে দেয়?
দয়াকরে এর ব্যাখ্যাটা বিশ্লেষন করলে দলের
একজন ক্ষুদ্র কর্মী হিসেবে চির কৃতজ্ঞ থাকবো !!
অন্যথায় বুঝে নিতে বাধ্য হবো -
লোক মুখে বহুল পচলিত কথাগুলোই বাস্তব সত্য।
জামাত বি.এন.পি সাথে আপোষ করা মুখোশধারী একজন আওয়ামীলীগার সিটি মেয়র আইভী।
এক কথায় নারায়ণগঞ্জ হাইব্রিডলীগের প্রধান সেনাপতি যে উনি তা আবারও প্রমানিত।
আর উনার কাছে বি.এন.পি জামাত ডান-বাম সহ
সরকার বিরোধী সকল দল নিরাপদ হলেও -
অন্তত্য নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নিরাপদ নয়।
জোট সরকারের আমলে যে ক্যাডার বাহিনীর দ্বারা আমরা নির্যাতিত হয়েছি,
এই সরকার আমলেও সেই ক্যাডার বাহিনীর দ্বারাই আমাদের ধাবিয়ে রাখবে?
জুলুম অত্যাচার করবে এটাই তো?
কিন্তু সৃষ্টিকর্তার উপর আশারাখি এই চিকন কৌশল কখনো নারায়ণগঞ্জের মাটিতে বাস্তবায়ন হবে না। ২০২৩ সালে নির্বাচন এ যদি এই বি,এন,পির নেতারা মঞ্চে এসে যদি মন্ত্রীর পিছনে থাকে তাইলে আওয়ামিলীগ এর তৃণমূল নেতাকর্মীরা বি,এন,পি জামাত সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হবে।
0 Comments