নিকলী হাওরের পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক কমিউনিটি কনসালটেশন


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ


কিশোরগঞ্জের নিকলী হাওরের পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক এক কমিউনিটি কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষে ১৯ এপ্রিল সোমবার কিশোরগঞ্জের নিকলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ইবাদুল রহমান বাদল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
কারার শাহরিয়ার আহমেদ তুলি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহবায়ক শেখ সেলিম কবির,
নিকলী জিসি পাইলট মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ,
সংস্কৃতিকর্মী মাশুকুল রহমান ঝুটন, শুভেচ্ছা বক্তব্যসহ বেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ ।
ধারণা পত্র পেশ করেন, ওয়েপ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কারার আব্দুর রশিদ,
ইউ পি সদস্য নূরুল ইসলাম,
প্রধান শিক্ষক দিল আফরোজ মুন্নি, ইউ পি সদস্য মোঃ নজরুল ইসলাম  প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুরের ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থা সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র এসপিকে'র  প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। 
অনুষ্ঠান শেষে কারার শাহরিয়ার আহমেদ তুলিকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট, নিকলী উপজেলা পরিবেশ সুরক্ষা কমিটি গঠন করা হয়।

Post a Comment

0 Comments