আজকে খোকন সাহা কে হয়রানি করা হচ্ছে, আগামীকাল আমাদেরও হয়রানি করা হবে। - শুভ রায়।


 নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ খোকন সাহার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা জানিয়ে দেওভোগ জিউস পুকুর পাড় শ্রী শ্রী গৌর নিতাই আখড়া প্রাঙ্গনে ঐঐতিহ্যবাহী জিউস পুকুর রক্ষা কমিটির পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় দুপুর ১ টা বাজে।

ফতুল্লা থানা আওয়ামীলীগের অন্যতম কার্যকরী সদস্য মাহাদী হাসান রবিনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দরা।

নারায়ণগঞ্জ যুবলীগ নেতা আরাফাত খাঁন তার বক্তব্য বলেন যে,

আমাদের এলাকায় হিন্দু মুসলিম কারো সাথে কোন ভেদাভেদ নেই, আমরা এলাকাবাসী সর্বদা জিউস পুকুরের রক্ষার্থে বিভিন্ন কর্মসূচী সহ আইনী সহায়তায় কার্যকম চালিয়ে যাচ্ছি, কিন্তু জিউস পুকুর নিয়ে সাধারন মানুষের পক্ষে সামিল হয়ে দখলদারদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ খোকন সাহার বিরুদ্ধে যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া সভাপতিত্বের বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায় বলেন যে,

নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের বিরুদ্ধে আমাদের মতন নিরীহ হিন্দুধর্মাবলম্বী অনুসারীদের ও সাধারন এলাকাবাসীর পক্ষে ন্যায় বিচার দাবি করার কারনেই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডঃ খোকন সাহা কে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন প্রভাবশালী পরিবারের সদস্যরা।

কিন্তু খোকন সাহা তো নিজের পৈত্তিক সম্পত্তি বা নিজ স্বার্থ উদ্ধারের জন্য কিছু বলে নি,

উনি অন্যান্য সকল শ্রেনীর মানুষদের মতন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।

আর এই প্রতিবাদের কারনে যদি তার নামে মামলা হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তাহলে আমাদের নামেও মামলা করা হউক, আমাদেরও গ্রেপ্তার করা হউক।

যুগ যুগ ধরে আমাদের পূর্ব পুরুষদের মুখ থেকে জেনে এসেছি এই জিউস পুকুর রাজা লক্ষী নারায়ণ মন্দিরের দেবোত্তর সম্পত্তি,

কিন্তু ২০১১ সালের সিটি নির্বাচনের পর থেকে আচানক সিটি মেয়র ও তার পরিবারের পৈত্তিক সম্পত্তি হয়ে গেলো।

এই পুকুর হিন্দু ধর্মালম্বীদের পূজা বিয়ে সাদী ও এলাকাবাসীর দৈন্যন্দিন জীবনের কাজকর্মের জন্য অতি জরুরি, কিন্তু আজ এই পুকুর ময়লা আর্বজনা নর্দমায় ভরপুর।

সমাজের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন মহলের ধারে ধারে গিয়েও এর সমাধান আজও পাওয়া যায় নি।

এছাড়া মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষন করে শুভ রায় আরো বলেন আপনি পুরো নারায়ণগঞ্জের উন্নয়নের ঠিকা নিয়ে নিছেন, কিন্তু বাড়ির পাশে নিজ এলাকার উন্নয়নের খবর নাই।

আজকে খোকন সাহাকে মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্ট ইস্যু করেছেন, আগামীকাল আমাদেরও মামলা দিয়ে দিবেন।

দয়াকরে রাজনীতির নামে এই নোংরানীতি বন্ধ করেন।

বাবু খোকন সাহার বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করেন ও জিউস পুকুর কে মুক্তি দিন।


উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আরাফাত খান শান্ত, সাখাওয়াত হোসেন সুমিত, আলামিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অরিজিৎ শীল মন্টি, রনজিত সাহা, সঞ্জয় ঘোষ, ১৪ নং ওয়ার্ড হিন্দু-বৌদ্দ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সৃজন দাস, শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার মহারাজ সঞ্জয় চক্রবর্তী, মন্দির পূজা কমিটির রিংকু সাহা, রতন বিশ্বাস, প্রকাশ দাস, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল হক ফাহিম, মামুন মোল্লা, স্থানীয় ছাত্রলীগ নেতা তনয় আহসান, সদয়, সালমান, সহ জিউস পুকুর রক্ষা কমিটির অন্যান্য নেতৃবৃন্দগন।

Post a Comment

0 Comments