শরীফপুরে সন্ত্রাসী কায়দায় বসতবাড়ি ও কবরস্থান বেদখলের পাঁয়তারা


 স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

জামালপুর সদর উপজেলার ২নং শরীফপুর ইউনিয়নের শীতলকুর্শা উত্তরপাড়ায় সন্ত্রাসী কায়দায় বসতবাড়িসহ কবরস্থান বেদখলের পাঁয়তারা চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। 
অভিযোগসূত্রে জানা যায়, শীতলকুর্শা উত্তরপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে মোঃ সিরাজুল ইসলাম আকন্দ ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আব্দুল কাদেরের পৈত্রিক সম্পত্তির উপর বসতবাড়ি ও পারিবারিক কবরস্থানকে সন্ত্রাসী কায়দায় বেদখলের পাঁয়তারা করে আসছে একই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুস ছাত্তার, মিরাজুল, চাঁন মিয়া, জিয়াউল হক ও আক্তারুজ্জামান এবং মিরাজুলের ছেলে সায়েম, মিরাজুলের স্ত্রী রিক্তা বেগম, ছাত্তারের ছেলে শুভন ও তার স্ত্রী নারগিছ বেগম। 
তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২ এপ্রিল শনিবার দুপুরে আব্দুল কাদের ও সিরাজুল ইসলাম আকন্দের পৈত্রিক বসতবাড়ি ও পারিবারিক কবরস্থান বেদখল করার উদ্দেশ্যে একদলভূক্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এবং  ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে সেখানে ঘর উঠাতে গিয়ে নানা প্রকার হুমকি ও ভয়ভীতি দেখিয়েছে। একপর্যায়ে তাদের পরিকল্পিত হামলায় এলাকার লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পিছু হটে। এ বিষয়ে ২নং ওয়ার্ড মেম্বার দুলাল সন্ত্রাসীদের ইন্ধন যোগায় বলেও অভিযোগ উঠে। এদিকে এ বিষয়ে দুলাল মেম্বারের সাথে যোগাযোগ করলে তিনি ইন্ধনের বিষয়টি অস্বীকার করে বলেন আমি দু'পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের বিষয়ে শালীস বৈঠক করতে গেলে একপক্ষের অনুপস্থিতিতে শালীস বৈঠক স্থগিত করে চলে আসি। পরে একপক্ষ ঘর উঠানোর চেষ্টা করেছে বলে শুনেছি। এ বিষয়ে জামালপুর সদর থানায় দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments