নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩০২ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। গ্রেফতারকৃতরা হলো, মোঃ আল আমিন (৩৩) এবং মোঃ রাজিব হোসেন (২৫)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
৫ এপ্রিল বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিষ্ণপুর এলাকার মোঃ শহীদ এর ছেলে এবং অপর আসামী মোঃ রাজিব হোসেন ঢাকা জেলার দোহার থানাধীন নটাখোলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে যাত্রী পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
0 Comments