জামালপুরে বিশ্ব পানি দিবস পালিত


 সৈয়দ মুনিরুল হক নোবেলঃ

'ভূ-গর্ভস্থ পানিঃ অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব' এই প্রতিপাদ্যে জামালপুরে বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে জামালপুর জেলা প্রশাসনের আয়োজন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুরের সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোকলেছুর রহমান ও জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পওর উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ দ্বীন ইসলাম, পানি উন্নয়ন উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ পাভেল, মোঃ আফিজুর রহমানসহ সকল কর্মচারীগণ।
এদিকে শোভাযাত্রা শেষে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জামালপুরের  জেলা প্রশাসক মুর্শেদা জামান। সঞ্চালনা করেন, জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোকলেছুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদসহ অন্যান্যরা।

Post a Comment

0 Comments