ফেসবুকে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া পাবনার আবু বক্কর সিদ্দিকী রাতুলকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৮ মে) রাতে রাজশাহী মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানাধীন গ্র্যান্ড তোফা হল ভবনে অভিযান চালিয়ে রাতুলকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যমতে সাগরপাড়া এলাকার একটি পরিত্যক্ত জমিদার বাড়ী থেকে ছবিতে দেখা যাওয়া অস্ত্রটি উদ্ধার করে র্যাব। এসময় একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, সম্প্রতি অস্ত্র হাতে রাতুলের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর গা ঢাকা দেন তিনি।
এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতেই বিদেশী পিস্তল নিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়ার কথা জানিয়েছে রাতুল, বলছে র্যাব।
0 Comments