চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে গোলাম মোস্তফা বাবুর প্যানেলের নিরঙ্কুুশ বিজয়


 মেহেদী হাসান শুভ চাদঁপুর জেলা প্রতিনিধিঃ




চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ইতিহাসে এই প্রথম ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ। এসময় রির্টানিং কর্মকর্তা রজত শুভ্র সরকার ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু ৪৭ ভোট ও শফিউল আজম রাজন ৯ ভোট পেয়েছেন।

সাধারণ সদস্য পদে জিল্লুর রহমান জুয়েল ৫৩ ভোট, মোহাম্মদ আলী জিন্নাহ ৫৪ ভোট, ওমর পাটোয়ারী ৫৫ ভোট, আবু পাটোয়ারী ৫৩ ভোট, তমাল কুমার ঘোষ ৫৪ ভোট, ফেরদৌস মোরশেদ জুয়েল ৫৫ ভোট, মনোয়ার চৌধুরী ৫৩ ভোট, মিজানুর রহমান খান ৫৩ ভোট, আ: মোতালেব শেখ ৫৩ ভোট, মোশাররফ হোসেন পাটোয়ারী ৯ ভোট, শরীফ মো: আশরাফুল হক ৫৪ ভোট, শাহির হোসেন পাটোয়ারী ৫২ ভোট, সুভাষ চন্দ্র রায় ৫৩ ভোট, সেলিম আকবর ৫৩ ভোট ও হেলাল হোসাইন ৫২ ভোট পেয়েছেন। ১৪টি পদে ১৫জন প্রার্থীর মধ্যে মোশাররফ হোসেন পাটোয়ারী ৯ ভোট পাওয়ায় বাকী ১৪জন সদস্য বিজয়ী হয়।


 
এর আগে সহ-সভাপতি পদে নাছির উদ্দিন আহমেদ, আবু নঈম পাটওয়ারী দুলাল, জাওয়াদুর রহিম (জে আর ওয়াদুদ টিপু) ও জাহিদুল ইসলাম রোমান বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক পদে আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য পদে মাসুদা নূর খান ও শিপ্রা দাস, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে তপন চন্দ্র ও মোঃ নুরনবী নোমান বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭জন ভোটার। ২৭টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ২৯জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে ২জন এবং ১৪ টি সাধারণ সদস্য পদের বিপরীতে ১৫জন প্রার্থী নির্বাচন করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচনে মোট ৫৭জন ভোটারের মধ্যে একজন ভোটার দেশের বাইরে অবস্থান করায় বাকি ৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


Post a Comment

0 Comments