প্রেস বিজ্ঞপ্তিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
গতকাল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি'র সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের
সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাসভবনে
হামলা ও ভাংচুর, গোলাম ফারুক খোকনের পিতা থানা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি
হাসান আলীর সঙ্গে অশালীন আচরণ, গুলিবর্ষণ এবং নেতাকর্মীদেরকে ব্যাপক মারপিট করে আহত
করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী অবৈধ সরকারের টিকে থাকার একমাত্র
উপায় হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার, কারান্তরীণ
ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন। বর্তমান শাসকগোষ্ঠী
নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আতঙ্কিত ও
ভীত-সন্ত্রস্ত করে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে। গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া
ইউনিয়ন বিএনপি'র সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও
নেতাকর্মীদেরকে আহত করার ঘটনা বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী ও সন্ত্রাসনির্ভর
রাজনীতিরই বহিঃপ্রকাশ।
দমন-পীড়ণ চালিয়ে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপি-কে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয়
শাসন প্রতিষ্ঠার আকাঙ্খা এদেশের গণতন্ত্রমণা ও স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে
দেবেনা। জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন মূহুর্তে জনগণের প্রবল স্রোত আওয়ামী লীগ সরকারের
পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি'র সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের
সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”
0 Comments