আগামী জুনে চালু হতে যাওয়া তৃতীয় শীতলক্ষ্যা সেতু পারাপারে যানবাহনের টোল হার নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত টোল হার অনুযায়ী, বড় বাসে ২২৫ টাকা ও মাঝারি ট্রাকে ২৫০ টাকা টোল দিতে হবে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে টোল হার নির্ধারণ করা হয়।
এতে বলা হয়, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীন বন্দর উপজেলায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু ব্যবহারকারী যানবাহন হতে টোল আদায়ে ‘টোল নীতিমালা ২০১৪’ অনুযায়ী বিভিন্ন শ্রেণির যানবাহন চলাচলের জন্য টোল হার নির্ধারণ করা হলো।
টোল হার অনুযায়ী, ট্রেলারে ৬২৫ টাকা, হেভি ট্রাকে ৫০০ টাকা, মাঝারি ট্রাকে ২৫০ টাকা, বড় বাস ২২৫ টাকা, মিনি ট্রাক ১৯০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত গাড়িতে ১৫০ টাকা, মিনিবাসে ১২৫ টাকা, মাইক্রোবাসে ১০০ টাকা, ফোর হুইল চালিত যানবাহনে ১০০ টাকা, ৩/৪ চাকার মোটরাইজড যানে ২৫ টাকা, মোটরসাইকেলে ১৫ টাকা, রিক্সাভ্যান/রিক্সা/সাইকেল/ঠেলাগাড়িতে পাঁচ টাকা টোল দিতে হবে।
0 Comments