আসন্ন মোগড়াপারা ইউনিয়ন পরিষদের নির্বাচন এ সকল জল্পনা কল্পনা শেষ করে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন হাজি সোহাগ রনি। বিগত ৪০ বছরের ইতিহাস সাম্রাজ্যের রাজত্ব রেওয়াজ ভেঙে সেই সাম্রাজ্যের সম্রাট হতে যাচ্ছেন সোহাগ রনি। প্রতিপক্ষ হামলা মামলা করে অনেক চেষ্টা করেছে নির্বাচন বন্ধ করতে কিন্তু সত্যের কাছে হেরে গেলো,অবশেষে নির্বাচন হতে যাচ্ছে মোগড়াপারা ইউনিয়ন পরিষদের।পরিবারের একক আধিপত্য টিকেয়ে রাখতে পারলো না,টিকিয়ে রাখতে না পেরে এখন কিছু না পেরে গুজব ছড়াচ্ছে একেক ভাবে।তবুও সেই গুজব কোন কাজে লাগছেনা কারন সাধারণ মানুষ এখন অনেক সচেতন।কে এই সোহাগ রনি কি তার পরিচয় মাঠ পর্যায় থেকে রাজনৈতিক জীবন শুরু জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।সাধারণ মানুষ এর কাছে মিশেছেন খুব কাছ থেকে। সাধারণ মানুষ এর সুখ দুখে সব সময় পাশে ছিলেন, প্রথম যখন করোনা মহামারী আকার ধারন করে যখন কেউ ঘর হতে বের হতে ভয় পেতো তখন সে সাধারণ মানুষ এর কাছে যেয়ে গোপনে সাহায্য সহযোগিতা করেছেন। হ্যান্ড স্যানিটেজার,মাস্ক বিতরণ করছেন সাধারণ মানুষ এর মাঝে।আর ঈদ আসলে ইউনিয়ন বাসিকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন।এমন কি কেউ মারা গেলে তার বাসায় খাবার পৌঁছে দিয়েছেন। বিগত সময় যারা চেয়ারম্যান ছিলেন তাদের কে পাশেই পেতোনা সাধারণ মানুষ,অথচ চেয়ারম্যান না হয়েই সাধারণ মানুষ এর মন জয় করেছেন হাজি সোহাগ রনি। নির্বাচন এর তফসিল ঘোষনা আগে অনেক নেতাকর্মীদের লাঞ্চিত করা হয়েছিলো কিন্তু কোন পদক্ষেপ করেন নেই সোহাগ রনি। তিনি জানতেন জয় তার এই হবে। মোগড়াপারা ইউনিয়ন বাসির মধ্যে এখন আনন্দের জোয়ার এ ভাসছে সবাই নির্বাচন এর আমেজে। কিন্তু এত আমেজ এর মধ্যেও প্রতিপক্ষ একটার পর একটা গুজব আর সাধারণ মানুষ কে ভুল বুজাচ্ছে কিন্তু তারা এটা জানেনা সত্যের বিজয় হবেই একদিন না একদিন। সেই বিজয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সোহাগ রনির কাছে নৌকা তুলে দেন। এখন শুধু ১৫ তারিখ এর অপেক্ষা। নতুন এক ইতিহাস দেখবে মোগড়া পারা ইউনিয়ন বাসি।
0 Comments