প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত ও জীবিতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


 স্টাফ রিপোর্টারঃ


প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাতসহ স্মৃতিচারণ ও অসুস্থদের সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করেছে সমন্বিত নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ। ১২ মে বৃহস্পতিবার বাদ আসর বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দৈনিক অপরাধ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদুর রহমান দীপু।

মরহুম সাংবাদিক আনোয়ার উদ্দিন মিঞা, এসএম বাবুল, মোশারফ বাবুল, কামাল হোসেন, আশরাফ রানা, মেহেদী হাসান নয়ন, মোঃ ইলিয়াছ, মঞ্জুর আহমেদ অনিক, খায়রুল ইসলাম, তানভীর আহমেদ রনি, শফিকুল ইসলাম জনি ও মোঃ নাদিমসহ প্রয়াত সাংবাদিকদের নিয়ে স্মৃতিচারণ করেন নারায়ণগঞ্জের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা।

নারায়ণগঞ্জ সাংবাদিক সমাজ কোন সংগঠন নয় এটি একটি সমন্বিত প্রচেষ্টায় এই মিলাদ ও দোয়ার মাহফিলটি নারায়ণগঞ্জ চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানান্তর হয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হৃদয় বিদারক দৃশ্যের অবতারনায় মানবিক সাংবাদিকতার বিষয়গুলো তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জাগো নারায়ণগঞ্জের সম্পাদক শহিদুল্লাহ রাসেল। পাক্ষিক তথ্যপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক শফিকুল ইসলাম আরজুর সাবলীল সঞ্চালনায় স্মৃতিচারণে আলোচনা করেন  দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, টেলিগ্রাফ নিউজের সম্পাদক মোঃ আরিফুজ্জামান, নারায়ণগঞ্জ টাইমস এর নির্বাহী সম্পাদক মোশতাক আহমেদ শাওন, একুশে কাগজের সম্পাদক এমএ মান্নান ভূঁইয়া, আলোর ধারার সম্পাদক মোঃ আসলাম মিয়া, সাংবাদিক কামাল উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসিন আলম, অগ্রবাণী প্রতিদিনের সহ-সম্পাদক উত্তম সাহা, নিউজ ব্যাংকের সম্পাদক আল মামুন খান, এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, এনএএন টিভির প্রতিনিধি বদরুজ্জামান রতন জনতা কাগজের সম্পাদন মিজানুর রহমান মিজান, বাংলা সংবাদের সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সাপ্তাহিক আলোরতরীর সম্পাদক মিকাঈল ইসলাম, সময়ের চিন্তার সম্পাদক সুলতান মাহমুদ ও সাংবাদিক আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে মনোয়ার হোসেন সানী প্রমুখ।

এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। তার মধ্যে ইয়াদি মাহমুদ, ফারুক আহম্মেদ রিপন, হাজী আব্দুল মোতালিব, গোলাম কিবরিয়া খোকন, সোনিয়া দেওয়ান প্রীতি, সাজ্জাদ আহম্মেদ খোকন, এইচএম আমজাদ হোসেন মোল্লা, মামুনুর রশিদ মুন্না, একেএম সফিউল আলম, মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, মৃদুল হাসান স¤্রাট, শাহিন আহম্মেদ, মেহেদী হাসান রাসেল, ইমাম হোসেন সবুজ, মোঃ জুয়েল, জাহিদ হোসেন, আল আমিন, মনির হোসেন, জুয়েল রানা, তরিকুল ইসলাম, সাদ্দাম হোসেন মুন্না, লেলিন, মেহেদী মঞ্জুর বকুল, তাসলিমা পপি, ফাহমিদা খন্দকার এ্যামি, মেহেদী হাসান জুয়েল, লিটন হোসেন গাফ্ফার, সৌরভ হোসেন সিয়াম, কামরুল হাসান, মিঠুন মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ সাংবাদিকদের সহযোগিতা সহ তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। শুধু তাই নয় বিপদে আপদে এবং সামগ্রিক কল্যাণ মুখী কর্মসূচী বাস্তবায়নে উপস্থিত সাংবাদিকরা পজেটিভ চিন্তা ভাবনা নিয়ে আগামীর দিনগুলিতে অগ্রসর হওয়ার মত প্রকাশ করেন। কোনো সুনির্দিষ্ট ব্যানার নয়, সকল সাংবাদিকের আন্তরিক ঐক্যবদ্ধতায় মানবিক মূল্যবোধ থেকে সমন্বিত প্রচেষ্টায় এখন থেকে বিভিন্ন কর্মসূচীসহ মানবিক সহায়তায় এগিয়ে আসবে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিকরা। এ প্রত্যাশা সকলের।

Post a Comment

0 Comments