শেরপুরে হাজী দ্বীন মোহাম্মদ ফাউন্ডেশন(রহঃ) এর উদ্যোগে মহামিলন মেলা অনুষ্ঠিত

সৈয়দ মুনিরুল হক নোবেলঃ ৫ মে বৃহস্পতিবার শেরপুরে হাজী দীন মোহাম্মদ (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে এক মহামিলন মেলা অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর ইউনিয়নের যোগিনীমোড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী খানকায়ে সিদ্দিকীয়া হাজীবাড়ীতে হাজী দ্বীন মোহাম্মদ( রহঃ) এর বাবা হাজী ফকির মজনু শাহ ফরায়জী (রাঃ) উনার বাবা হাজী বাহারুল্লাহ (রাঃ) উনার বাবা হাজী হিজবুল্লাহ( রাঃ) ইরান থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য রংপুরে আসেন।

পরবর্তী সময়ে ফকির মজনু শাহ ফরায়েজী (রাঃ) শেরপুরে চলে আসেন। ফরায়েজী আন্দোলনের বিপ্লবীর রাহনুমা ফকির মজনু শাহ ফরায়েজী( রাঃ) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ও বৃহত্তর রংপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত হন।শেরপুরের বাজিতখিলা ইউনিয়ন এর সুলতানপুরে ধৃত হন। ফকির মজনু শাহ ফরায়জী( রাঃ)'র তিন ছেলের মধ্যে দুই ছেলে সুলতানপুরেই থাকেন।

বড় ছেলে হাজী দীন মোহাম্মদ ( রহঃ) ২নং চরশেরপুর ইউনিয়নের যোগিনী মোড়াতে স্থায়ী বসতি গড়েন। উনার ৫ জন ছেলে। যথাক্রমে ১. মরহুম আব্দুল লতিফ আকন্দ ২. মরহুম আমির উদ্দিন আকন্দ ৩. মরহুম আজিম উদ্দিন মাস্টার ৪. মরহুম আলহাজ্ব ফরিদ উদ্দিন পীর সাহেব ও ৫. মরহুম সফিউদ্দিন।

মরহুম আব্দুল লতিফ আকন্দ সাহেবের ৫ ছেলে ও ৬ মেয়ে। মোঃ কায়সার রশীদ নিয়াজ উনার দ্বিতীয় ছেলে অত্র এলাকার শিক্ষাগুরু স্যার সুফি ইউসুফ মিয়া সাহেব এর ছোট ছেলে আলহাজ্ব হারুন অর রশিদ সাহেব এর বড় ছেলে।

Post a Comment

0 Comments