প্রেসিডিয়াম সদস্য হয়েও মূল্যায়ন পাননি পারভীন ওসমান

নারায়ণগঞ্জ ৫ আসনের প্রয়াত সংসদসদস্য নাসিম ওসমান এর সহধর্মিণী পারভীন ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়েও জাতীয় পার্টির সম্মেলন এ দাওয়াত পাননি এই নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে ক্ষোভ। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির কর্মিবান্ধব নেতা। সে থাকাকালীন নেতাকর্মীদের সব সময় ভীর লেগে থাকতো জাতীয় পার্টি অফিসে। অথচ নাসিম ওসমান নেই সেই পার্টি অফিস ও নেই।

জাতীয় পার্টির নেতাকর্মীরা নাসিম ওসমান কে হারিয়ে এখন দিসেহারা হয়ে গেছে। নাসিম ওসমান এর মৃত্যুর পর তার আসনের সংসদসদস্য হন সেলিম ওসমান, কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সেই মূল্যায়ন পাননি সেলিম ওসমান এর থেকে। নাসিম ওসমান জীবিত থাকাকালীন অবস্থায় তৃণমূল থেকে শুরু করে সবার সাথে ভালো সম্পর্ক করে তুলেছিলেন যা এখন সবাই তার জন্য কাঁদে এমন নেতাকে হারিয়ে। অনেকেই বলেছেন এমন নেতা আর জন্ম হবেনা যে নেতা সবার সুখ দুখের কথা মনোযোগ দিয়ে শুনতো। যখন পারভীন ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হন তখন তৃণমূল থেকে সবাই সেই আসার আলো দেখা শুরু করলো সবাই তখন একটা কথা বলতো এখন আমাদের একটা পার্টি অফিস হবে সেটা আমাদের ভাবী করে দিবেন এবং তৃণমূল নেতাকর্মীদের সুখ দুখের গল্প শুনবেন নাসিম ভাই এর মত। কিন্তু সবার মন ভেঙে গেলো একটি সম্মেলনের মাধ্যমে প্রেসিডিয়াম সদস্য হয়েও দাওয়াত না পাওয়া কষ্ট বয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা। নাসিম ওসমান ও পারভীন ওসমান এর একমাত্র পুত্র আজমেরী ওসমান রাজনীতিতে সক্রিয় না হলেও নেতাকর্মীদের খোজ খবর তার বাবার মত ঠিকই নিচ্ছেন। মসজিদ এতিমখান যখন যেটা লাগে দান করছেন, বাবার মত সব সময় সাধারণ মানুষ এর পাশে থাকছেন। রফিউর রাব্বি বার বার ত্বকী হত্যা করেছেন আজমেরী ওসমান দাবী করেন তিনি, অথচ এখন পর্যন্ত আজমেরী ওসমান এই হত্যার সাথে জড়িত কিনা তার প্রমান পাওয়া যায়নেই। এই এক ত্বকী হত্যা নিয়ে আজমেরী ওসমান কে কোনঠাসা করার জন্য মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন রফিউর রাব্বি, এবং নাসিম ওসমান পরিবার কে কোনঠাসা করার চেষ্টা করছেন। এতকিছু পর ও আজমেরী ওসমান এর জনপ্রিয়তা কমেনেই লাখো তরুন, ছাত্র সমাজ তার অন্ধ ভক্ত। বর্তমান তৃণমূল নেতাকর্মীদের একটাই দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচন এ পারভীন ওসমান কে নাসিম ওসমান এর শুন্য আসনে এম,পি হিসাবে দেখতে চান।

Post a Comment

0 Comments