ডেমরায় জলাবদ্ধতা দুর্ভোগে নির্বিকার জনপ্রতিনিধিগন


 

শাহাদাৎ হোসেন ভূঁইয়া (ডেমরা প্রতিনিধি) 

কয়েকদিনের টানা বৃষ্টি  ও শীতলক্ষ্যা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে ডেমরা ও আশপাশের নিম্নাঞ্চল। এতে  চরম ভোগান্তিতে পড়েছেন সরাইল, সারুলিয়া, টেংরা, মাতুয়াইল, গ্রীনসিটি, মদিনাবাগ, বড়ভাঙ্গা, ডগাইর বাজার, আলামিন রোডের বাসিন্দারা।

নিচু এলাকা হওয়ায় টানা বৃষ্টি ও নদীর পানির কারণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে স্থানীয়দের অনেকের ঘর-বাড়ি ডুবে গেছে। এতে খাবার ও পানির সংকটে পড়েছে ভুক্তভোগীরা।

জলাবদ্ধতায় ডুবে যাওয়া ঘর-বাড়িতে ঢোকার জন্য নৌকা ব্যবহার করতে হচ্ছে। সোমবার (২০ জুন ২০২২) সরেজমিনে গিয়ে দেখা গেছে, এলাকার শিশুরা ককশিট দিয়ে ভেলা বানিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছে। জলাবদ্ধতার কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, ডেমরার সারুলিয়ার মোটামুটি উচু এলাকার রাস্তার পাশে ড্রেনগুলোয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। মাসের পর মাস ধরে এলাকায় পানি জমে থাকে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে মানুষের চলাচলে ভোগান্তি হয়ই। ব্যবসা-বাণিজ্যেও সমস্যা হয়। তা ছাড়া যান চলাচলে দুর্ভোগ পোহান স্থানীয় জনগণ।

ডেমরার টেংরা এলাকার বাসিন্দা সাহাবুদ্দীন বলেন, পানি জমার কারণ হচ্ছে আমাদের এলাকাটি নিচু। এলাকাটি শীতলক্ষ্যা নদীর কাছাকাছি হওয়ার পরও কোনো পানি নিষ্কাশন লাইন করে সরানোর ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন। আমাদের এলাকার মদিনাবাগ, ডগাইর বাজার, আলামিন রোড ও গ্রিন রোড এলাকায় কোথাও কোথাও হাঁটু সমান বা তার চেয়ে বেশি পানি জমে আছে।

মাতুয়াইল এলাকার মিজান বলেন, খালগুলো ভরাট করে চলছে উন্নয়নের কাজ, দখলদারিত্ব তো আছেই। এছাড়া পানি নিষ্কাশন লাইনও অপ্রতুল। পানি সরার জায়গা নেই।

ডেমরার সারুলিয়া, সরাইল, ডগাইর, মাতুয়াইল মদিনাবাগসহ আশপাশের এলাকা অনেক আগে থেকেই জলাবদ্ধতা প্রবণ। দীর্ঘদিন ধরে এসব এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে জীবনযাপন করছেন। দ্রুত তাদের সমস্যা সমাধান করে সকল প্রকার নাগরিক সুবিধা পেতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

Post a Comment

0 Comments