সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
'বাংলাদেশের সীমান্তবর্তী ৩২টি জেলার মাদক পাচারের চিত্র এবং পাচার মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ' বিষয়ক জামালপুর জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকালে জামালপুর শহরের পিটিআই গেইট সংলগ্ন ফুলবাড়িয়ায় সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)'র হলরুমে স্টেপস টু ওয়ার্ডস ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে এবং পিএমইউএস এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন শপথ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এইচ মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এসপিকে'র প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক রতনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট এর ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক স্বাধীন চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অহনা নাসরিন। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম খান আজাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী নাসির উদ্দিন মিলন, আবৃত্তি প্রশিক্ষক সারমিন সারা, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান, এসডিওর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সরকার, তোফায়েল তপু, মোঃ আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তাগণ মানবদেহে মাদকের কুফল ও পরিবার, সমাজ এবং রাষ্ট্রে মাদকের ভয়াবহ ছোবলের নানাবিধ বিষয় তুলে ধরে বিশদ আলোচনা করেন এবং মাদক নিয়ন্ত্রণে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের সুফল সম্পর্কে আলোকপাতের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
0 Comments