জামালপুরে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর লেকে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু


জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর লেকের পানিতে ডুবে মাদ্রাসার এক ছাত্রের সলিল সমাধি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মৃতদেহ উদ্ধার করেছে। জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম আকন্দ স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে শহরের ভোকেশনাল মোড় এলাকা নিবাসী আব্দুল মোমেনের পুত্র মোঃ মাহিন (১৩)সহ ৫ বন্ধু শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর লেকের পানিতে গোসল করতে নামে। এদের মধ্যে মাহিন পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার নিথরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহিম জামালপুর মডেল দাখিল মাদ্রাসার ছাত্র ছিল। অপরদিকে প্রায় ২শ ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর লেকের পানিতে ডুবে ২০১৯ সালের ৬ ডিসেম্বর শহরের কাচারীপাড়া এলাকার আরাফাত হোসেন সীমান্ত নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মারা যাবার ঘটনাও ঘটে।

Post a Comment

0 Comments