স্টাফ রিপোর্টার: সম্প্রতি ভারতের উগ্র সাম্প্রদায়িক ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রাযি.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদ ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ভারতীয় পণ্য বয়কট এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব ও প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ।
বাদ জুমায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্ত্বর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ এই দাবী জানান।
নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি ডাঃ শরীফ মুহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ডিআইটি চত্তরে গিয়ে নারায়ণগঞ্জ উলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ যোগদেন। প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। জেলার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ ও কামরুল হাসান পায়েল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনায় ভারত সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড যেন করতে না পারে সে জন্য বিশ্ব মুসলিমকে সজাগ থাকতে হবে।
বক্তারা আরো বলেন, মুসলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। বিশ্বনবীর মর্যাদা রক্ষার জন্য আমরা জীবন দিতেও কুণ্ঠিত হবো না। বীরের জাতি মুসলিমরা জেগে ওঠলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও নবী (সঃ) এর মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ উলামা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিনত হয় নারায়ণগঞ্জ শহর। মুল অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন ডিআইটি মসজিদের খতিব ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল সাহেব।
0 Comments