প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ সিজনের ফাইনালে মেহেরপুর উচ্চ বিদ্যালয়কে ৫৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়।
সোমবার নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুরকে ১০৩ রানের টার্গেট দেয় রংপুর। জবাবে মাত্র ৪৩ রানেই অলআউজ হয়ে যায়ে মেহেরপুর।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া অপারেশনস তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
এদিন ম্যাচ সেরা হন রংপুরের অধিনায়ক সাইখ ইমতিয়াজ শিহাব। টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ উইকেট শিকারি হিসাবে আরও ২টি টফি যায় তার ঝুলিতে।
এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপযর্য়ে পড়ে রংপুর শিশু নিকেতন। তিন নম্বরে নামা ব্যাটসম্যান আহমেদ তেজানের নৈপুন্যতায় ৩৭ ওভার ব্যাট করে ১০২ রানের ছোট সংগ্রহ পায় রংপুর।
ছোট এ লক্ষ তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ মেহেরপুর অলআউট হয় মাত্র ৪৩ রানে। ফলে ৫৯ রানে ম্যাচ ও টুর্নামেন্ট জিতে যায় শিশু নিকেতন।
গত ৫ এপ্রিল শুরু হওয়া এ টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট রাউন্ডে ৬৪ জেলার ৩৫০টি স্কুল অংশগ্রহন করে, যেখানে প্রায় ৬৫৩টি ম্যাচ খেলা হয়। অবশেষে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে ফাইনাল খেলা অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো দেশের উদীয়মান খেলোয়ার তৈরির এ আসরের।
0 Comments