রাজশাহীতে পরিবেশ দিবস ২০২২ উদযাপিত


 জাকির হোসেন রাজশাহী প্রতিনিধি-


পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে আশ্রয়ের বাস্তবায়নাধীন সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) পরিবেশ ক্লাবের আয়োজনে রাজশাহীর পবা উপজেলায় আশ্রয়ের ফাউন্ডিং অফিসে নানান কর্মসূচির মধ্যে দিয়ে আজ (০৫-০৬-২০২২) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত হয়।

এবারে প্রতিপাদ্য, 'একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রখ্যাত নৃবিজ্ঞানী এবং আশ্রয়ের নির্বাহী পরিচালক ড. আহসান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিবসটি প্রথমে সেমিনারের মধ্যে দিয়ে শুরু হয়। পরে পরিবেশ ক্লাবের সদস্যদের নিয়ে র‍্যালির আয়োজন করা হয়, যা আশ্রয়ের ফাউন্ডিং অফিস চত্বর প্রদক্ষিণ করে। এরপর বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ এর কার্যক্রম শেষ হয়।

এইসময় উপস্থিত ছিলেন আশ্রয়-এসইপি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, পরিবেশ কর্মকর্তা মোহাম্মদ আরাফাত ইসলাম, ডকুমেন্টেশন কর্মকর্তা সৈয়দ তানভীর ইসলাম, টেকনিক্যাল কর্মকর্তা সাদ আহমদ, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা কাইসার আহমেদ সহ সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ক্লাবের সদস্যবৃন্দ।

সহযোগী সংস্থা আশ্রয় থেকে উপস্থিত ছিলেন উর্ধতন উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, উপ পরিচালক মোঃ জসিমউদ্দীন, অর্থ ও হিসাব ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও আনসার আলী।



Post a Comment

0 Comments