পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন থেকে টি-শার্ট পেলো নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব

পদ্মা সেতু উদ্বোধনী টি-শার্ট পরিহিত নাঃগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ


শহীদুজ্জামান আতিফঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ কর্তৃক প্রদত্ত 'কোটি মানুষের স্বপ্ন পূরনের পদ্মা সেতু উদ্ভোধনী ২০২২' টি-শার্ট প্রদান করা হয়েছে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব সদস্যদের জন্য। ২৩ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক এম এ মান্নান ভূঁইয়া'র সভাপতিত্বে আয়োজিত অনলাইন প্রেসক্লাবের মিটিংয়ে ক্লাবের সকল সদস্যদের এই উপহার তুলে দেয়া হয়। আলোচনা সভাটিতে উপস্থিত ছিলেন মাই টিভি'র জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, পাঠক কণ্ঠের বার্তা প্রধান মোঃ মেহেদী মঞ্জুর বকুল, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শাহ আলম তালুকদার, ডেইলি নারায়ণগঞ্জের বার্তা প্রধান শেখ মনির হোসেন, জেবি বাংলা নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক শহীদুজ্জামান আতিফ, নিউজ ব্যাংকের সম্পাদক আল মামুন খান, নারায়ণগঞ্জ বুলেটিনের সম্পাদক মাজহারুল ইসলাম মুন্না, ফেয়ার নিউজ বিডির সম্পাদক সোহেল, নারায়ণগঞ্জ দর্পণের প্রতিনিধি রাকিবুল হাসান ইফতি, জেবি বাংলা নিউজ ২৪ এর নাঃগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন সহ অন্যান্যরা। টি-শার্ট বিতরণের পর প্রধান সমন্বয়কারী এম এ মান্নান ভূঁইয়া তার বক্তব্যে বলেন, "নারায়ণগঞ্জে আমাদের অনলাইন প্রেসক্লাবের সংবাদকর্মীদের জেলা প্রশাসন টি-শার্ট উপহার দিয়ে মূল্যায়ন করেছেন। এভাবেই অনলাইন প্রেসক্লাবের অগ্রগামীতার ধারা অব্যাহত থাকবে।" অপর সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, "নাঃগঞ্জ জেলা প্রশাসকের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের এই উপহার প্রদানের জন্য। আমরা দেশ ও জাতিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রদানের পাশাপাশি আমাদের অনলাইন প্রেসক্লাবের সদস্যদের জন্য ট্রেনিং ব্যবস্থা করবো। পাশাপাশি আগামীতে অনলাইন প্রেসক্লাবের অবকাঠামো এবং সাংবিধানিক নিয়ম শৃঙ্খলা প্রণয়নের মাধ্যমে সুসশৃঙ্খল এবং যোগ্য সাংবাদিক গড়ে তুলবো দেশ ও মানুষের কল্যাণে।" সমন্বয়কারী মেহেদী মঞ্জুর বকুল সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আরো উদ্যোমি হওয়ার আহ্বান জানান সংবাদ কর্মীদের। সভার শেষে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্যরা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং টি-শার্ট পাওয়াতে সকলে নিজেদের আনন্দ প্রকাশের মাধ্যমে উক্ত সভার পরিসমাপ্তি করেন।

Post a Comment

0 Comments