নরসিংদী প্রতিনিধি:
মাধবদীতে ছিনতাইকারী দলের তিন সদস্যকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। মামলার বিবরন থেকে জানাযায়, গত ৬ জুলাই রাত সাড়ে ৯টায় মাধবদী পৌর ভবন সংলগ্ন আনন্দ বাজার সুপার সপের পরিচালক মাসুদ মিয়া স্কুল মার্কেট এর নিচ তলায় কেনাকাটা করার সময় ছিনতাই চক্রের এক সদস্যের সাথে ধাক্কা লাগা কে কেন্দ্র করে কথাকাটি এক পর্যায়ে মাসুদকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে জোর পূর্বক রিক্সা যোগে মিতালী সাইজিং এর গলিতে নিয়ে যায়। সেখানে একটি বাড়ির ভিতর গিয়ে তাকে কিল-ঘুষি ও মাইরের কাঠ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে তার সাথে থাকা নগদ ৭০হাজার টাকা ও ১টি আইফোন মোবাইল ছিনিয়ে নেয় এবং বিকাশে আরো টাকা আনার জন্য মারপিট করতে থাকে মাসুদের ডাকচিৎকারে আশপাশের লোকজন পুলিশ কে সংবাদ দিলে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েক জন ছিনতাই কারী মাসুদ কে প্রাননাশের হুমকি দিয়ে চলে গেলে ও ৩ জন ছিনতাইকারীকে ঘটনাস্হল থেকে মাধবদী থানা পুলিশ আটক করে । আটক ছিনতাইকারীরা হলো মধ্য বিরামপুর এলাকার কাউসার এর ছেলে একাদিক মামলার আসামী ও ছিনতাই কারী দলের মুলহোতা সন্ত্রাসী( ১)অপি(২৮), ছোট মাধবদী মহলার( ২) শাহীন আহম্মেদ বিপ্লব (৪৫), কাশিপুর এলাকার স্বপন ঘোষ এর ছেলে(৩) শুভ ঘোষ(২৪)। মাধবদী থানায় পুলিশের হাতে আটক ৩ ছিনতাই কারী সহ অজ্ঞাতনামা ৫/৬জনের নামে মামলা দায়ের করে আনন্দ বাজার সুপার সপের পরিচালক মাসুদ মিয়া । আটককৃত অপির বিরুদ্ধে মাধবদী থানা সহ বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে, এই অপির অত্যাচারে মাধবদী বাসী সহ এলাকাবাসী অতিষ্ঠ।
0 Comments