শহীদুজ্জামান আতিফঃ
যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড অধিনস্ত এলাকা আদর্শ চাষাড়াতে স্থানীয় যুবলীগ নেতাকর্মী ও এলাকাবাসি সংঘবদ্ধ হয়ে মাদক বিরোধী আন্দোলন ও মিছিল করে। এ সময়ে মিছিলটিকে নেতৃত্ব দেয় "আদর্শ চাষাড়া পঞ্চায়েত কমিটি"র সম্মানিত সদস্যবৃন্দ।
আজ ৩০ জুলাই (শনিবার) দুপুর ৩টা থেকে আদর্শ চাষাড়া পঞ্চায়েত কমিটি, স্থানীয় যুবলীগ নেতাকর্মী সহ স্থানীয় যুবক-তরুনদের নিয়ে মাদক-বিরোধী মিছিল বের করা হয়। পুরো এলাকা জুড়ে মাদক সেবন ও মাদক ব্যবসায় বন্ধ করার স্লোগান দিয়ে এলাকাবাসিকে সচেতন করা হয়।
আন্দোলনকারীরা মিছিলে উপস্থিত জনসাধারণদের নিয়ে এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের বাড়ির সামনে অবস্থান করে এবং স্লোগানে স্লোগানে মাদক ব্যবসায় পরিহার করার হুশিয়ারী প্রদান করেন।
আদর্শ চাষাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব আব্দুর রহমান জেবি বাংলা নিউজকে বলেন, "আমরা আমাদের এলাকায় কোনো মাদকসেবি অথবা মাদক ব্যবসায়ীকে থাকতে দিব না। প্রয়োজনে আমরা প্রশাসনের কাছে সাহায্য চাইবো। ইতোমধ্যে আমরা পুলিশে অভিযোগ করেছি এবং এলাকা ভিত্তিক ভাবে মাদক ব্যবসায়ীদের বিচার কার্য পরিচালনা করছি।
স্থানীয় যুবলীগ নেতা মুরাদ মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে বলেন, "এরা সবাই আমাদের এলাকার বাসিন্দা এবং সবাইকে আমরা চিনি। আমরা তাদেরকে হুশিয়ারী দিয়ে বলতে চাই মাদক ছাড়তে হবে নইলে এলাকা ছাড়তে হবে।"
স্থানীয় যুবকদের অন্যতম প্রতিনিধি বসু বলেন, পুরো এলাকাবাসি জানে কারা মাদক সেবন করে এবং ব্যবসায় করে। আমাদের প্রশাসনের কাছে জোড়ালো দাবি আপনারা আসুন। আমরা সহায়তা করবো মাদকের সাথে জড়িতদের ধরিয়ে দেওয়ার জন্য।
বসু আরো বলেন, "মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয় এবং তারা কিছু দিন পরেই ছুটে এসে আবারো অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। আমরা চাই তাদেরকে আইনের মাধ্যমে যেনো উপযুক্ত শাস্তি দেওয়া হয়।"
0 Comments