সৈয়দপুর কয়লা ঘাটের যাত্রী সাধারণ জোর পূর্বে বাড়তি টাকা আদায়


 


নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর কয়লা ঘাটের এপার থেকে ওপার দৈনিক অসংখ্য ছাত্র-ছাত্রী, জনসাধারণ পারাপার হয়। এই ঘাটে ট্রলার যোগে পারাপারে যাত্রী প্রতি ১০ টাকা করে নেওয়া হচ্ছে। দৈনিক এ ঘাটে প্রায় হাজারের অধিক যাত্রী পারাপার হয়।


যাত্রী সাধারণের সাথে কথা বলে জানা গেছে দৈনিক আসা যাওয়ায় যাত্রীদের ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত পারাপারে খরচ হচ্ছে। এতে করে যাত্রী সাধারণ ভোগান্তির শিকার হচ্ছে। গুনতে হচ্ছে বাড়তি খরচ। যাত্রী সাধারণ ও ছাত্র-ছাত্রীগন বলেন, অনেক আকুতি মিনতি করেও টাকা কম দিতে পারছেন না তারা। ফলে দু বেলা পড়তে আসা-যাওয়ায় তাদের ৪০ টাকা গুনতে হচ্ছে।


 এ ব্যাপারে ঘাট ইজারাদার ছনি'র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, জনপ্রতি সিডিউলে কত টাকা আছে তা আমার জানা নেই, তবে দীর্ঘ চার বছর যাবত ১০ টাকা করেই আমরা আদায় করছি। 


সাবেক ইজারাদার জানান, আমরা ৩ টাকা, পরে ৫ টাকা করে জনসাধারণের সুবিধার্থে দীর্ঘদিন যাবত যাত্রী পারাপার করেছি।

Post a Comment

0 Comments