‌‌ট্রেন দুর্ঘটনায় বেঁচে ফেরা তরুণ বললেন, ‘পেছনে ছিলাম বলে বেঁচে গেছি’


 আমি পেছনের সিটে বসেছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ধাক্কা ও বিকট শব্দে জেগে উঠি। মাথায় প্রচণ্ড ব্যথা পাই। পেছনের সিটে ছিলাম বলে বেঁচে গেছি।’

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া স্টেশনে ঢোকার আগে পূর্ব খৈয়াছড়া এলাকায় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। হতাহত ব্যক্তিদের মধ্যে চালক ও তাঁর সহকারী ছাড়া সবাই হাটহাজারীর ‘আরএনজে কোচিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক। এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে তাঁরা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁরা দুর্ঘটনায় পড়েন।

আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মাইক্রোবাসের সহকারী তৌকির ইবনে শাওন (২০), আয়াত (১৬), মো. মাহিন (১৮), মো. সৈকত (১৮), তানভির হাসান (১৮) ও মো. ইমন (১৯)।

Post a Comment

0 Comments