ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার স্থানীয় সাধারণ জনগনের জন্য উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করেন। সেখানে স্থানীয়রা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
১৭ জুলাই (রবিবার) ফতুল্লা ইউনিয়ন অধিনস্ত 'হাজীগঞ্জ প্রাইমারী স্কুল' প্রাঙ্গনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব হাজী মোঃ নাজমুল হোসেন সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউপি'র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাজনীন আক্তার ও বিশেষ অতিথি ছিলেন দাপা ইদ্রাকপুর ২নং ওয়ার্ডের মেম্বার জাকির প্রধান।
আলোচনা সভায় স্থানীয় অনেক সমস্যার কথা উঠে আসে সাধারণ মানুষের মাধ্যমে। সেসময়ে উপস্থিত মেম্বাররা তাদের আসস্ত করেন সকল সমস্যা সমাধানের বিষয়ে।
মেম্বার হাজী নাজমুল সবুজ বলেন, 'নির্বাচিত হয়েছি মাত্র ৬ মাস, আর শপথ নিয়েছি ৩ মাস। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে ৩টি ড্রেনের কাজ করেছি, ১০৫ জনকে বয়স্কভাতার আওতায় এনে এককালীন ৬ হাজার টাকার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতি ৩ মাস অন্তর অন্তর ১৫০০ টাকা করে পাবে সেই ব্যবস্থা করেছি।'
তিনি আরো বলেন, '৪৩৮ জনকে টিসিবি'র আওতায় এনে ন্যায্যমূল্যের পন্য ক্রয়ের কার্ড করে দিয়েছি।'
আগামীর কার্যক্রম সম্পর্কে মেম্বার সবুজ বলেন, 'যে ৩টি প্রকল্পের কাজ জমা দেয়া আছে, পযার্য়ক্রমে সবগুলো কাজ শেষ করা হবে।'
সামাজিক সংগঠন 'প্রচেষ্টা'র সার্বিক তত্বাবধানে উক্ত আলোচনা সভাটি সম্পন্ন হয়।
0 Comments