না’গঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও মাদক বিক্রয়ের টাকাসহ আটক-৩

 



নারায়ণগঞ্জের চাঁনমারি এলাকা থেকে ৭০০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। ওই সময় মাদক বিক্রয়লব্ধ ৪৭০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার ৩০ জুলাই সকাল সাড়ে ১০ টায় ফতুল্লা থানাধীন চাঁনমারি মাইক্রোস্ট্যান্ডের উত্তর পার্শ্বে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ডিবি) ফখরুদ্দিন ভূইয়া এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ তারিকুল ইসলাম, এসআই(নিঃ) আতিকুর রহমান ভূইয়া, এসআই(নিঃ) এ এইচ এম কামরুজ্জামান, এএসআই(নিঃ) আঃ হাই, কং/ হাসানসহ ডিবি পুলিশের চৌকস দলটি অভিযান পরিচালনা করে এবং ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছে। এ সংক্রান্তে ফতুল্লা মডেল থানার মামলা নং- ৭৪, তারিখ- ৩০/০৭/২০২২ রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো: ফতুল্লা থানাধীন তল্লা এলাকার আমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত জামাল মিয়ার ছেলে  আরিফ মিয়া (২৯), ৬০/২৫ ধলপুর যাত্রাবাড়ী, ডিএমপি, আবুল হোসেন এর ছেলে মোঃ সাগর (২৮), ও মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে টিপু মিয়া (৪৫)। ঢাকাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments