যশোরে আলিফ মিডিয়ার সাংবাদিকদের মিলনমেলা


 

ডেস্ক নিউজঃ


মঙ্গলবার (২৬ জুন) ‘ব্যস্ত জীবনের ফাঁকে নিজেদের জন্য একটি দিন’ স্লোগানকে সামনে রেখে আলিফ মিডিয়া লিমিটেড-এ কর্মরত শতাধিক সাংবাদিকরা পালন করেছে সাংবাদিক সম্মেলন। বি এস বিদ্যুৎের সভাপতিত্বে যশোর সদর ১৫নং বসুন্দিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয় এই আয়োজন। 


দিনব্যাপী এই আয়োজনের শুরুতে ছিলো র‍্যালি ও পবিত্র কোরআন তেলাওয়াত এরপর থেকে রওনা দিয়ে সংবাদকর্মীরা অংশ নেন আলোচনা সভায়। সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সম্মেলনটি।


সাংবাদিক মিলনমেলায় প্রধাণ অতিথি ছিলেন নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান,  বিশেষ অতিথি ছিলেন ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, বিশেষ অতিথি  বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান, ইউপি সদস্য ইমরান হোসেন, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলু এবং অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বসুন্দিয়া ইউনিয়ন প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি৷ 

 

আলিফ মিডিয়ায় কর্মরত দায়িত্বশীলদের  মধ্যে থেকে বক্তব্য রাখেন,আলিফ মিডিয়ার সন্মানিত চেয়ারম্যান মোঃ রানা আহম্মেদ, সন্মানিত ব্যবস্থাপক বি এস বিদ্যুৎ, সহঃবার্তা সম্পাদক কে.এম.আতিক হাসান,চাঁদনী ডট কমের সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সিনিয়র ক্রাইম রিপোর্টার শ্রী উৎপল কুমার ঘোষ,


উক্ত অনুষ্ঠানের সমাপনি সময়ে আলিফ মিডিয়ায় বিশেষ ভুমিকা রাখায় ব্যবস্থাপক বি এস বিদ্যুৎ, উপদেষ্টা মোঃ রুস্তম আলী,সিনিয়র ক্রাইম রিপোর্টার উৎপল ঘোষ,বার্তা সম্পাদক আসাদুল্লাহ গালিব আল সাদী, সহঃবার্তা সম্পাদক কে.এম.আতিক হাসান, নরাইল বিশেষ প্রতিনিধি মঈনুল ইসলাম মিন্টু কে আলিফ মিডিয়ার পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়৷ 


এবং আলিফ মিডিয়ার সকল সাংবাদিকদের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয় আলিফ মিডিয়ার সন্মানিত চেয়ারম্যান রানা আহম্মেদ কে৷ 


আলিফ মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান বলেন, ‘সাংবাদিকরা পেশাগত ব্যস্ততার মধ্যে থাকেন। এই পেশার ফাঁকে নিজেদের বিনোদন ও সকলের সাথে একটি দিন কাটাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিতভাবে এই আয়োজনটি করার৷ তিনি আরো বলেন বাংলাদেশে এই প্রথম আইপি টিভি হিসেবে স্যাটেলাইট ক্যাবল অপারেটিংয়ের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে দর্শক প্রতিনিধি সহ সকলকে উক্ত টিভির সাথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন৷ এবং আলিফ মিডিয়ার ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা ও সকল সাংবাদিকদের এক হয়ে একটি পরিবারের মতো হয়ে কাজ করার আহবান জানান৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবুল বাশার জীবন, যশোর জেলা প্রতিনিধি।

Post a Comment

0 Comments