নরসিংদীতে নদী পথে ১২ ঘন্টায় ২১০ কিলোমিটার সাঁতরিয়ে নতুন রেকর্ড করলেন পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী

 


নরসিংদী প্রতিনিধি:

১২ ঘন্টা ১০ মিনিটে সাঁতরিয়ে নদীপথে ২১০ কিলোমিটার পাড়ি দিয়েছেন পল্লী চিকিৎসক বকুল সিদ্দিক (৪০)। সাঁতারে বিশ্বরেকর্ড গড়তে চান তিনি। বুধবার কুমিল্লা জেলার হোমনা উপজেলার কোনাবাড়ী মেঘনা নদী ঘাট থেকে ভোর চারটা এক মিনিটে শুরু করেন এ সাঁতার প্রতিযোগিতা। বিকেল চারটা ১০ মিনিটে নরসিংদীর নাগরিয়াকান্দী মেঘনা নদীতে অবস্থিত শেখ হাসিনা সেতু প্রাঙ্গনে এসে শেষ হয় এ সাঁতার প্রতিযোগিতা। 

এ সময় তার সাঁতার দেখতে কয়েকশ উৎসুক জনতা নৌকা ও স্পিডবোর্ডযোগে নদীপথে তাকে অনুসরণ করতে ছুটে আসেন।

সাঁতারু বকুলকে ফুল দিয়ে স্বাগত জানান নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আহবায়ক সদর থানা আওয়ামী লীগ আলহাজ্ব আফতাব উদ্দিন ভূইয়াসহ এলাকাবাসী। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ সাতার প্রতিযোগিতার আয়োজন করেন বিশিষ্ট সমাজ সেবক  ও আওয়ামী লীগ নেতা ফাহিম সিদ্দিকী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বকুলের দীর্ঘপথ সাঁতার কেটে পাড়ি দেওয়ার বিষয়টি নরসিংদীর চরাঞ্চলের  আলোকবালি ইউনিয়নসহ আশপাশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments