নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অপর একটি অস্ত্র মামলায় রায়ের দিন আদালতে উপস্থিত করতে না পারায় জেল সুপার মাহবুবুল আলমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আগামী ৪ আগস্ট জেল সুপারকে সশরীরে এসে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট সালাহ উদ্দিন সুইট জানান, নূর হোসেনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। এছাড়া মাদক মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিনও ধার্য ছিল। সাক্ষীরা উপস্থিত থাকলেও আসামি নূর হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে মামলা দুটির কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, একই দিনে ঢাকা মহানগর আদালতে নূর হোসেনের বিরুদ্ধে দুদকের একটি মামলার শুনানির দিনও ধার্য ছিল। এ কারণে নারায়ণগঞ্জ আদালতে তাকে হাজির করতে পারেননি। কিন্তু এ বিষয়টি আদালতকে আগে থেকে অবহিত না করায় বিচারক জেল সুপারকে শোকজ করেছেন। আগামী ৪ আগস্ট তাকে সশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল হোসেন বলেন, ‘নূর হোসেনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতে হাজিরা থাকার কারণে নারায়ণগঞ্জ আদালতে তাকে আজ আনা হয়নি। এ বিষয়টি নারায়ণগঞ্জ আদালতকে অবগত করার কথা ছিল জেল সুপারের। কিন্তু তিনি জানাননি। এটা তার অসৌজন্যমূলক আচরণ। এজন্য আদালত তাকে শোকজ করেছে। তার বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ে অর্ডারশিট যাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে- কেন আদালতকে অবগত করা হলো না এই মর্মে। আজকে পর্যন্ত আদালতকে অবগত করা হয়নি। আদালত নিজে ফোন করার পরে তিনি জানিয়েছেন।’
0 Comments