নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদ কমিটির পদে থাকা নিয়ে নাসিক ১নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর পুত্র ইলিয়াস হোসেন লিয়ন ও সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের অনেক মুসল্লি ক্ষোভ প্রকাশ করেছেন।



শুক্রবার (২২ জুলাই) পাইনাদি নতুন মহল্লার বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজের আগে এ ঘটনা ঘটে।


এদিকে হাতাহাতির এক পর্যায়ে মুসল্লিরা উভয়কে শান্ত করে। ফলে জুম্মার নামাজ শুরু হতে বিলম্ব হওয়ায় মসজিদ থেকে অনেক মুসল্লি বের হয়ে যায়।


এলাকাবাসী সূত্রে জানা যায়, নাসিক নির্বাচনের পর থেকে মসজিদ কমিটি দেওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল। বর্তমান কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর উভয়ই তাদের সমর্থকদের কমিটিতে রাখতে চান। এ নিয়ে অনেকবার মিটিং হলেও কেউই পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি। আজ জুম্মার নামাজের আগে পূর্ণাঙ্গ কমিটি দিতে গিয়ে এ ঘটনা ঘটে।


মসজিদের মুসল্লিরা জানান, সুন্নত নামাজের পর কমিটি দেওয়া নিয়ে আলোচনা করতে থাকে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার তখন সাবেক কাউন্সিলর ওমর ফারুক তার কথা মানবে না বলে উঠে যায়। এতেই শুরু হয় দুপক্ষের তর্কবিতর্ক। পরবর্তীতে কাউন্সিলর আনোয়ারের পুত্র ইলিয়াস হোসেন উচ্চ স্বরে ওমর ফারুকের সঙ্গে তর্ক করে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে ওমর ফারুক ফোন দিয়ে মসজিদের সামনে হোন্ডা বাহিনী উপস্থিত করে। অবস্থা খারাপ দেখে অনেক মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী ও মসজিদের মুরুব্বিরা দুপক্ষকে সাথে নিয়ে পরে বসার কথা বলে খুতবা ও নামাজ পড়ান।


এ বিষয়ে পাইনাদি নতুন মহল্লার বায়তুল আমান জামে মসজিদের ইমাম সাহেব বলেন, মসজিদ আল্লাহর ঘর। আমরা জানি এটা পরিচালনা করতে একটি কমিটির প্রয়োজন। কিন্তু কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা যা করছেন এতে এলাকাবাসীও ক্ষুব্ধ। তাই আপনাদের উচিত দুপক্ষ বসে এলাকাবাসীকে একটি সুন্দর কমিটি উপহার দেয়া।


এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক বলেন, আমার বাবা দীর্ঘ দিন ধরে এ মসজিদ পরিচালনা করছেন। এতোদিন কোনো সমস্যা হয় নাই এখন আনোয়ার সাহেব কাউন্সিলর হয়ে তার ছেলে ইলিয়াসকে মসজিদে মাদবরি করতে নিয়ে এসেছে।


তিনি আরো বলেন, এই মসজিদের জায়গা আমার দাদা দিয়েছে আর ইলিয়াস টাকার বিনিময়ে রাতের আধারে তার ঘরে বসে কমিটি দিবে তা আমি মানি না।


এ বিষয়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার বলেন, এ মসজিদের জমি আমার বাবা-চাচারা দিছে। আমার ভাই ইউনুস এখানে দায়িত্বে ছিলেন। কিন্তু আমার ভাতিজা সাবেক কাউন্সিলর ওমর ফারুক তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে বসে টাকার বিনিময়ে মসজিদ কমিটি দিবে তা আমি মানতে পারবো না কখনোই। মসজিদ কমিটি দিবে মসজিদে বসে। এলাকার মুরুব্বিদের নিয়ে রেস্টুরেন্টে কেন?


তিনি আরো বলেন, আমার ছেলে কোনো টাকার বিনিময়ে কমিটি দেয় নাই। মুরুব্বিদের নিয়ে কথা বলেই কমিটি দিয়েছে।

Post a Comment

0 Comments