জামালপুরের বকশীগঞ্জে মোবাইলে শ্যালিকা অশালীন এসএমএস দেওয়ার ঘটনায় আটক ভাইকে উদ্ধারের করতে গিয়ে সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ চার জন হামলার শিকার হয়েছেন। শুক্রবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। আহত রাশেদুল ইসলাম রনি দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক। এব্যাপারে রাশেদুল ইসলাম রনির বড় ভাই মাসুদ রানা বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে বিয়ে করেন সাংবাদিক রাশেদুল ইসলাম রনির বড় ভাই বাবু মিয়া। বিয়ের পর থেকেই বাবু মিয়ার স্ত্রীর মোবাইলে প্রায়ই অশালীন এসএমএস দেন বাবু মিযার ভায়রা ভাই আশরাফ আলী। এঘটনার প্রতিবাদ করতে আলীরপাড়া গ্রামে ভায়রা ভাই আশরাফ আলীর বাড়িতে যায় সাংবাদিক রাশেদুল ইসলাম রনির বড় ভাই বাবু মিয়া। ভায়রা ভাই আশরাফ আলীর বাড়িতে এই নিয়ে বাবু মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। ঘটনার কবর পেয়ে বড় ভাইকে উদ্ধারের জন্য আলীরপাড়া গ্রামে যান বাবু মিয়ার ছোট ভাই দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রণি। রাশেদুল ইসলাম রনি ঘটনাস্থলে যাওয়ার পরেই দ্বিতীয় দফায় বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলায় দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রণি, তার বড় ভাই বাবু মিয়াসহ ৪ জন আহত হয়। আহতরা বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থাও চলামান রয়েছে।
0 Comments