বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ খিরকী বাদল শিকদার (৫৫) ও বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভ্থক্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত ১৫ জুলাই শুক্রবার রাতে বন্দর থানার সালেহনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সালেহনগর এলাকায় মাদক ব্যবসায়ী খিরকী বাদল শিকদারের বসত ঘরে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত মজিদ শিকদারের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী খিরকী বাদল শিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে একই পুলিশ দড়ি-সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার বশির মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভ্থক্ত আসামী সাব্বির হোসেন (২৬) ও আদমপুর এলাকার সুকুমার দেবনাথের ছেলে ওয়ারেন্টভ্থক্ত আসামী বিল্লাল (২৫)কে গ্রেপ্তার করে। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে তাদেরকে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
0 Comments