বিশেষ প্রতিনিধি:
জাতীয় সংবাদিক সংস্থার উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত।
রোববার ২৪ জুলাই ঢাকা সেগুনবাগিচাস্থ শিশুকল্যান পরিষদের হলরুমে সকাল ১০টায় ৪২ বছরের ঐতিহ্য সংগঠন জাতীয় সংবাদিক সংস্থার উদ্যোগে ঈদ পূর্নমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কেন্দীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিন ফারুক হোসেন এর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক সম্পাদক নুর হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খোঃ মাসুদুর রহমান দিপু। আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আজিমুদ্দিন, পর্যটন বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহম্দে খোকন, মানবাধিকার বিষয়ক সম্পাদক পপি আক্তার,আইসিটি বিষয়ক সম্পাদক হাসান আলী প্রমুখ। এয়াড়া বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ। মাওলানা ইব্রাহীম খলিল এর কোরান তেলওয়াত এর পর বক্তব্য রাখেন,দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান দিপু, লায়ন হেলালুদ্দীন হিলু,রেজাউল হাবিব রেজা,স্বপন,আবুল কাশেম,আরিফ,মিলন,বাতেন সরকার,সামসুল আলম সহ অনেকে।
সভায় সিদ্ধান্ত হয় আগামী এক মাসের মধ্যে অসম্পন্ন উপজেলা ও জেলা কমিটি অবশ্যই সম্পন্ন করতে হবে সেই সাথে সংগঠনের উন্নয়ন স্বার্থে যে কোন প্রকার পরিবর্তন পরিবর্ধন ক্ষমতা নির্বাহী কমিটিকে অর্পন করেন। দলকে শক্তিশালী করার লক্ষে প্রতিটি জেলা কমিটি মনিটরিং ও যে সকল জেলাতে কমিটি গঠন হয়নি সেই সকল জেলাগুলো দ্রুত কমিটি গঠন করা। সাংবাদিকদের কল্যানে ও অবহেলীত সাংবাদিকদের পাশে থাকতে জাতীয় সাংবাদিক সংস্থা ইতিপূর্ব থেকেই কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন সংগঠনটির চেয়ারম্যান লায়ন মো: নুর ইসলাম। সংগঠনটিকে আরো সুসংগঠিত করে সাংবাদিকদের অধিকার আদায়ে সরকারের কাছে দাবি পেশ করবেন বলে জানান সংগঠনের উপদেষ্টা মন্ডলির চেয়ারম্যার নুর হাকিম এছারা সংগঠনের উন্নয়নের স্বার্থে যা কিছু করার প্রয়োজন তিনি করবেন বলে প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দদের।
0 Comments