নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিশতিয়া বেকারি ও শরীফ অ্যান্ড সায়েমা কেমিকেল নামের দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (৩ জুলাই) দুপুরে মৌচাক ও মাদানীনগর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ আদেশ দেন।
অভিযানের ব্যাপারে তিনি জানান, প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা ও অনুমোদনহীন খাদ্যপণ্য তৈরির দায়ে মৌচাক এলাকার চিশতিয়া বেকারিকে ৫০ হাজার টাকা ও অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল তৈরির অপরাধে মাদানীনগর এলাকায় শরীফ অ্যান্ড সায়েমা কেমিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. সেলিমুজ্জামান আরো জানান, আমাদের এরুপ অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে নিয়মনীতি মেনে প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানান।
এসময় পুলিশের একটি টিম ও ক্যাবের প্রতিনিধি উপস্থিতি ছিলেন।
0 Comments