আড়াইহাজার প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশের রিকুইজিশন করা গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মাইক্রোবাসটি ভাঙচুর চালিয়ে এতে আগুন ধরিয়ে দেয়।
আজ সোমবার (১ আগষ্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা আটোরিকশায় ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে নরসিংদীর ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশের একটি মাইক্রোবাস তাদের অটোরিকশায় ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে এক শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এ সময় পুলিশ আহত শিক্ষার্থীকে সেবা না দিয়ে অটো রিকশাচালককে মারধর করে। এতে এলাকাবাসী পুলিশের ওপর চড়াও হয়। পরবর্তীতে ওই বিদ্যালয়ের শিক্ষর্থীরা এসে রাস্তায় থাকা হাইওয়ে পুলিশের মাইক্রোবাসটিকে আগুন ধরিয়ে দেয়। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আমরা প্রাথমিকভাবে দুর্ঘটনার খবর পেয়েছি। একটি অটোরিকশায় কয়েকজন শিক্ষার্থী ছিল। হাইওয়ে পুলিশের রিক্যুইজিশন করা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পরে এলাকাবাসী সেখানে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা আহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছি।
0 Comments