আজ ২৩ আগস্ট দুপুরে বেলা ২টায় নারায়নগঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন করে সাংবাদিকদের সাথে পরিচিতি সভা আয়োজিত হয়।
আলোচনার শুরুতে নারায়ণগঞ্জ শহর জেলার
নবাগত পুলিশ সুপার জনাব গোলাম মোস্তফা রাসেল সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। অতঃপর তিনি আলোচনার কেন্দ্র বিন্দু তথা শহরের সকল অপরাধ গুলো নিয়ে কথা বলেন। নারায়ণগঞ্জের শীর্ষ অপরাধ গুলোর মধ্যে অন্যতম মাদক এবং মাদকর কে সকল অপরাধের মূল হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেন,
আমাদের ইনটেনশন ১০০% পিওর। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করবো এবং নারায়নগঞ্জকে একটি মাদকমুক্ত শহরে পরিনত করবো। এটা আমাদের প্রথম উদ্দেশ্য।
তিনি আরো বলেন, "আমাদের দ্বিতীয় উদ্দেশ্য কিশোর গ্যাং নির্মূল করা। নাঃগজ পুলিশ অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে এই বিষয়ে। কিন্তু পুলিশের একার পক্ষে শতভাগ এটা সম্ভব না। এখানে যেমন বাবা মায়ের দায়িত্ব আছে, তেমনি স্কুল কলেজ, সাংবাদিক এবং পুলিশের দায়িত্ব আছে। সবাই মিলে যদি এক যোগে কাজ করি তাহলে এই কিশোর গ্যাং নিয়ন্ত্রন বা প্রতিবোধ করা সম্ভব।
কিশোর গ্যাংয়ের বিষয়ে তিনি বলেন, কিশোর গ্যাং গুলোর সাথে মোটর সাইকেলে সম্পর্ক রয়েছে। তাই আমরা যাব শীঘ্রই শব্দক ও কিশোর গ্যাং বিরোধী যৌথ উদ্যোগ নিবো যেখানে, হয় বাইকের কাগজ পত্র প্রস্তুত থাকলে হবে নতুবা তার বিরুদ্ধে একশন নেয়া হবে।"
0 Comments